ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নির্বাচনী দ্বন্দ্বের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৪, ২২ মে ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে  ১৪ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলের সমর্থক কিশোর শুভ্রতা চন্দ্র মন্ডলকে পিটিয়ে হত্যা করেছে বিজয়ী কাউন্সিলরের সমর্থকরা। রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুভ্রতর পরিবার জানায়, সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শফিউদ্দিন প্রধানের হয়ে কাজ করে শুভ্রত। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী কাউন্সিলর মনিরুজ্জামানের সমর্থকদের সঙ্গে তার মারামরি হয়। তারই জের ধরে ১৫ মে রাতে অস্ত্রের মুখে অপহরণ করে তাকে মারধর করে অচেতন অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানান বেধরক মারধরের কারণে দুটি কিডনি ড্যামেজ হয়ে যায়। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে কারা তাকে অপহরণ ও মারধর করেছে প্রত্যেকের নাম উল্লেখ করে একটি ভিডিও বার্তা দিয়েগেছে শুভ্রত।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি